চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় জানানো হয়, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় স্টলের সংখ্যা প্রাথমিকভাবে ধরা হয়েছে ৪০টি। তবে আরও ১০টি বাড়বে বলে জানানো হয়। প্রথম দিনে দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হবে এবং বিকেল ৩টার দিকে উদ্বোধনের মধ্যদিয়ে মেলার কার্যক্রম শুরু হবে। ডিজিটাল উদ্ভাবনী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া মেলার মাঠে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস